ইউরোপার প্লে-অফে মুখোমুখি বার্সা-ইউনাইটেড
জল্পনা-কল্পনা ছিল, তবে আদতে যে এটাই হবে তা হয়ত কারো ভাবনাতেই ছিল না। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদরদপ্তরে ইউরোপা লিগের প্লে-অফ ড্রতে শুরুতেই উঠে এল দুই ইউরোপীয় জায়ান্ট বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্লে-অফ রাউন্ডে মুখোমুখি হবে তারা। আরেক ইউরোপিয়ান…